নীতিমালা সমূহ - ইসলাম আমাদের ধর্ম

নীতিমালা সমূহ

ইসলাম শিক্ষা বিষয়ক কমিউনিটি ব্লগ 'ইসলাম আমাদের ধর্ম ' এর নীতিমালা পাতায় আপনাকে স্বাগতম। যে কোনো  কমিউনিটি সু শৃঙ্খল ভাবে পরিচালনার জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা থাকা প্রয়োজন। তাই 'ইসলাম আমাদের ধর্ম 'সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য কিছু নীতিমালা প্রণয়ন করা হয়েছে :-
১. মন্তব্য কোনো প্রকার আপত্তি কর এবং বাজে শব্দ ব্যবহার করা যাবে না।
২.লেখক পাঠক কাওকে কে হেয় করার উদ্দেশে কোনো মন্তব্য করা যাবে না।
৩.কেও আপত্তিকর মন্তব্য করলে তাকে নিষিদ্ধ করা হবে এবং একাউন্ট বাতিল করা হবে।
৪.মন্তব্যে অন্য কোনো সাইটের প্রচারণার উদ্দেশে কোনো লিংক দেওয়া যাবেনা।
৫.মন্তব্যর আইনগত বা অন্যকোনো দায় দায়িত্ব 'ইসলাম আমাদের ধর্ম 'বহন করেনা।

বিঃ দ্রঃ উপরোক্ত নীতিমালা যে কোনো সময় সংযোজন ,সংশোধন ,পরিমার্জন করার ক্ষমতা 'ইসলাম আমাদের ধর্ম 'কর্তৃপক্ষ রাখে।