2.সফলতার প্রথম ধাপ --- - ইসলাম আমাদের ধর্ম

শুক্রবার, ১৩ মার্চ, ২০২০

2.সফলতার প্রথম ধাপ ---


সফলতার প্রথম ধাপ 

 [১] হুমায়দি  (র) আলকামা ইব্ন ওয়াক্কাস আল - লাওসি (র) থেকে বর্ণিত , আমি ওমর ইবনুল খাত্তাব (রা) কে মিম্বরের ওপর দাঁড়িয়ে বলতে শুনেছি : আমি রাসূল্লালাহ - কে ইরশাদ করতে শুনেছি :  প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত  আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে।  তাই যার হিজরত হবে দুনিয়া লাভের অথবা নারীকে বিয়ে করার উদ্দেশ্য- সেই উদ্দেশই হবে তার হিজরতের প্রাপ্য। (বুখারী শরীফ )

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন