তায়াম্মুমের সঠিক নিয়মঃ
পবিত্রতা ঈমানের অঙ্গ । তাই আমাদের কে সবসময় পবিত্র থাকতে হবে । ইসলামিক নিয়ম অনুসারে যদি কখনো পানি না পাওয়া যায় সেক্ষেত্রে পবিত্রতা অর্জনের জন্য ইসলামিক উযুর পরিবর্তে তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হবে। তাই তায়াম্মুমের সঠিক নিয়ম জানা আবশ্যক । নিম্নে এই সম্পরকে বিস্তারিত দেওয়া হলঃ-
তায়াম্মুমের ফরয ৩ টিঃ
১, নিয়ত করা অর্থাৎ নামায পড়া বা কুরআন তিলাওয়াতের জন্য পবিত্রতা অর্জনের নিয়ত করা ।(সুরা নিসা , আয়াত ঃ৪৩)
২, অতঃপর মাটী বা মাটী জাতীয় কোন পবিত্র জিনিসে প্রথমবার হাত মেরে সমস্ত মুখমন্ডল মাসাহ করা ।
(সুরা নিসা , আয়াত ঃ৪৩)
৩, অনুরূপ ভাবে দ্বিতীয় বার মাটিতে হাত মেরে দুই হাত কুনুইসহ মাসাহ করা ।
( হিদায়া, ১ঃ৫০-৫১/ আলমগীরী, ১ঃ২৫-২৬)
তায়াম্মুমের সুন্নাত সমূহঃ
১, তায়াম্মুমের শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহীম পড়া।( মুসানাদে আহমাদ , হাদিস নং - ১২৬৯৪)
২, মাটিতে হাত রাখার সময় আঙ্গুল সমুহ ফাঁক করে রাখা।
( মুসলিম , হাদিস নং-৩৬৮)
৩, মাটিতে উভয় হাত রাখার পর হস্তদ্বয় সামান্য আগে পিছে নিয়ে মাটিতে ঘর্ষণ করা ।
(মুসলিম হাদিস নং-৩৬৮)
৪, তারপর উভয় হাত ঝেড়ে নেয়া ।
(মুসলিম , হাদিস নং-৩৬৮)
৫, তায়াম্মুমে অঙ্গসমূহ মাসাহ করার সময় ধারাবাহিকতা বজায় রাখা। অর্থাৎ প্রথমে সম্পূর্ণ মুখমণ্ডল , তারপর ডান তারপর বাম হাত কুনুইসহ মাসাহ করা।
( আবু দাউদ, হাদিস নং.-৩৩০)
৬, চেহারা ও হাতের মাসাহ এর মাঝে বিলম্ব না করা।
(আবু দাউদ , হাদিস নং-৩৩০.)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন