আল কোরআন তিলাওয়াতের তিনটি বিশেষ উপকার -
১. দিলের জং (গুনাহের কালিমা ) মুছে যায়। ( শুআবুল ঈমান , হাদিস নং -১৮৫৯)
২. আল্লাহ তায়ালার মুহাব্বত বৃদ্ধি পায়। (সূরা আনফাল ,২/ শুআবুল ঈমান , হাদিস নং -১৮৬৩)
৩. প্রত্যেক হরফে কমপক্ষে ১০ টি করে নাকি পাওয়া যায় , না বুঝে পড়লেও। (তিরমিযী ,হাদিস নং-১৯১০/মুস্তাদরাক ,হাদিস নং -২০৪০)
কেও যদি বলে , না বুঝে পড়লে কোনো লাভ নেই , তার এই কথা ঠিক না।
আল কোরআন তিলাওয়াত ২ টি আদব-
১. তিলাওয়াতকারী মনে মনে এই ধারণা করবে যে , মহান আল্লাহতালা হুকুম দিচ্ছেন- পড়, দেখি আমার কালাম কত সুন্দর করে পড়তে পারো। (৫ সূরা মুযযাম্মিল :৪/বুখারী শরীফ , হাদিস নং -৭৫৪৪)
২. আর শ্রবণকারীরা অন্তরে এই ধারণা করবে যে , মহান আল্লাহ তালার পবিত্র কালাম তিলাওয়াতকরা হচ্ছে, সুতরাং অত্যন্ত ভক্তি , মুহাব্বত ও মনোযোগ সহ কুরআন শরীফ তিলাওয়াত শ্রবণ অপরিহার্য। ( সূরা আ'রফা। ২০৪)
বি.দ্র. আল কোরআন পবিত্র ও পরিচ্ছন্ন গিলাফে রাখা এবং মাঝে মাঝে গিলাফ ধুয়ে পরিষ্কার করাও কোরআনের তা'যীমের অন্তর্ভুক্ত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন