কোন লোক তার পিতা-মাতাকে গাল দেবে না<পরিচ্ছেদঃ২৪৩৬ হাদিস-৫৫৪৮ঃ [বুখারী শরীফ]> - ইসলাম আমাদের ধর্ম

রবিবার, ১২ জুলাই, ২০২০

কোন লোক তার পিতা-মাতাকে গাল দেবে না<পরিচ্ছেদঃ২৪৩৬ হাদিস-৫৫৪৮ঃ [বুখারী শরীফ]>


২৪৩৬ পরিচ্ছেদঃ কোন লোক তার পিতা-মাতাকে গাল দেবে না।

হাদিস-৫৫৪৮ঃ 

আহ্‌মাদ ইব্‌ন ইউনুস (রা), , , 'আব্দুল্লাহ ইব্‌ন 'আমর (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ কবীরা গুনাহ সমূহের মধ্যে সবচেয়ে বড় হলো নিজের পিতা মাতাকে লা'নত করা। জিজ্ঞাসা করা হলোঃ ইয়া রাসূলুল্লাহ ! আপন পিতা -মাতাকে কোন লোক কিভাবে লা'নত করতে পারে ? তিনি বললেনঃ সে অন্য কোন লোকের পিতা কে গালি দেয় , তখন সে তার পিতাকে গালি দেয় এবং সে অন্যের মাকে গালি দেয় , তাপরে সে তার মা কে গালি দেয় ।[বুখারী শরীফ]

ইসলামিক তথ্য পেতে আমদের ওয়েবসাইট টি হোম পেজ এ উপরে ফোলো বাটনে ক্লিক করুন এবং আপনাদের মতামত আমাদের কমেন্টের মাধ্যেমে জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন