পিতা -মাতার অনুমতি ছাড়া জিহাদে যাবে না <পরিচ্ছেদঃ ২৪৩৫হাদিস-৫৫৪৭ [বুখারী শরীফ]> - ইসলাম আমাদের ধর্ম

শনিবার, ১১ জুলাই, ২০২০

পিতা -মাতার অনুমতি ছাড়া জিহাদে যাবে না <পরিচ্ছেদঃ ২৪৩৫হাদিস-৫৫৪৭ [বুখারী শরীফ]>


২৪৩৫,পরিচ্ছেদঃ পিতা -মাতার অনুমতি ছাড়া জিহাদে যাবে না-

হাদিস-৫৫৪৭ ঃ

 মুসাদ্দাদ (র) আব্দুল্লাহ ইব্‌ন 'আমর (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা:) কে জিজ্ঞাসা করলেন আমি  কি জিহাদে যাব? তিনি বল্লেনঃ তোমার কি পিতা -মাতা আছে? সে বলল ঃ হ্যাঁ । তিনি বললেনঃ তাহলে তাদের (সেবার) মাঝে জিহাদ করো।  [বুখারী শরীফ]

ইসলামিক তথ্য পেতে আমদের ওয়েবসাইট টি হোম পেজ এ উপরে ফোলো বাটনে ক্লিক করুন এবং আপনাদের মতামত আমাদের কমেন্টের মাধ্যেমে জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন