মা - বাপের নাফরমানী করা কবীরা গুনাহ।<পরিচ্ছেদঃ২৪৩৮,হাদিস ৫৫৫০,[বুখারী শরীফ]> - ইসলাম আমাদের ধর্ম

মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

মা - বাপের নাফরমানী করা কবীরা গুনাহ।<পরিচ্ছেদঃ২৪৩৮,হাদিস ৫৫৫০,[বুখারী শরীফ]>


২৪৩৮ পরিচ্ছেদঃ মা - বাপের নাফরমানী করা কবীরা গুনাহ।

হাদিস ৫৫৫০ ঃ  

সা'দ ইব্‌ন হাফ্‌স মুগীরা (রা) , , ,  থেকে বর্ণিত । তিনি বলেন, রাসুলুল্লাহ(সাঃ) বলেছেনঃ আল্লাহ তা'আলা তোমাদের উপর হারাম করেছেন , মা বাপের নাফরমানী করা , প্রাপকের প্রাপ্য আটক রাখা, যে জিনিস গ্রহন করা তোমাদের জন্য ঠিক নয় , তা তলব করা এবং কন্যা সন্তান কে জিবন্ত কবর দেওয়া  ।আর তিনি তোমাদের জন্য অপছন্দ করেছেন গল্প গুজব করা, অপ্রয়োজনীয় প্রশ্ন করা ও সম্পদ নষ্ট করা। [বুখারী শরীফ]


ইসলামিক তথ্য পেতে আমদের ওয়েবসাইট টি হোম পেজ এ উপরে ফোলো বাটনে ক্লিক করুন এবং আপনাদের মতামত আমাদের কমেন্টের মাধ্যেমে জানান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন