সব চেয়ে বড় গুনাহ।<হাদিস ৫৫৫১,[বুখারী শরীফ]> - ইসলাম আমাদের ধর্ম

বুধবার, ১৫ জুলাই, ২০২০

সব চেয়ে বড় গুনাহ।<হাদিস ৫৫৫১,[বুখারী শরীফ]>


সব চেয়ে বড় গুনাহ -

হাদিস ৫৫৫১ঃ

 ইসহাক (র) , , , আবূ বাক্‌রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন , রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ আমি কি তোমাদের সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে সতর্ক করবনা? আমরা বললামঃ অবশ্যই সতর্ক করবেন, ইয়া রাসূলুল্লাহ! তিনি বললেন ঃ আল্লাহর সঙ্গে শরীক করা, পিতা মাতার নাফরমানী করা । এ কথা বলার সময় তিনি হেলান দিয়ে বসাছিলেন। এরপর (সোজা হয়ে) বসলেন এবং বললেনঃ মিথ্যা বলা ও মিথ্যা সাক্ষ্য দেওয়া, দু'বার করে বললেন এবং ক্রমাগত এ কথাই বলে চললেন । এমন কি আমি বললাম , তিনি মনে হয় থামবেন না। [বুখারী শরীফ] 


ইসলামিক তথ্য পেতে আমদের ওয়েবসাইট টি হোম পেজ এ উপরে ফোলো বাটনে ক্লিক করুন এবং আপনাদের মতামত আমাদের কমেন্টের মাধ্যেমে জানান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন