১. মহানবী (সাঃ) এর বংশ পরিচয়: - ইসলাম আমাদের ধর্ম

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০

১. মহানবী (সাঃ) এর বংশ পরিচয়:

১. মহানবী (সাঃ) এর বংশ পরিচয়:

মহানবী (সাঃ) এর বংশ সারা দুনিয়ার সব বংশাবলী থেকে অতি পবিত্র ও সম্ভ্রান্ত। ইহা এমনি একটি বাস্তব সত্য কথা যে , তার চরম দুশমন ও মক্কার কাফেরকুলও তা  অমান্য করতে পারিনি।  রোমের বাদশাহের সামনে হযরত আবু সুফিয়ান (রাঃ) কাফের থাকা অবস্থায় তা স্বীকার করেছিলেন। অথচ  তিনি তখন চেয়েছিলেন যে , যদি সুযোগ হয়ে যায় , তাহলে মহানবী (সাঃ) এর ওপর দোষারোপ করবেন।

সম্মানিত পিতার পক্ষ থেকে মহানবী (সাঃ) এর পবিত্র বংশধারা :

মুহাম্মদ (সাঃ) ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আবদে মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কা'ব  ইবনে লয়াই ইবনে গালিব ইবনে ফেহর ইবনে মালেক ইবনে নাযার ইবনে কেনাননাহ ইবনে খুষষাইমা ইবনে মুদ্রিক ইবনে ইলিয়াছ ইবনে মুযার ইবনে নিযার ইবনে মা'আদ ইবনে আদনান।
এই পর্যন্ত বংশ ধারা উম্মতের ঐক্যমতে প্রমাণিত।  এবং এখন থেকে আদম আলাহিওয়াসাল্লাম পর্যন্ত বংশ তালিকায় মতানৈক্য থাকায় তার বিবরণ পরিত্যাগ করা হল।

সম্মানিত মাতার পক্ষ থেকে বংশ তালিকা নিম্নরূপ :

মুহাম্মদ (সাঃ)ইবনে আমিনা বিনতে ওয়াহাব  ইবনে আব্দেমানাফ ইবনে যুহরা ইবনে কিলাব।  ইহা দ্বারা বুঝাযায় যে ,কিলাব ইবনে মুররা পর্যন্ত মহানবী (সাঃ) এর পিত ধারা একসাথে মিলিত হয়ে যায়।


পার্শটিকা: ১.দালায়েলে আবু নাঈম মারেফুল হাদিস দ্বারা বর্ণিত আছে যে ,হযরত জিব্রাইল (আঃ)বলেছেন, আমি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে ভ্রমণ করেছি কিন্তু বনি হাশিম অপেক্ষা সর্বোত্তম আর কোনো বংশাবলী দেখি নাই। - (মাওয়াহিব)



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন