৩৪৪- মূসা ইবন ইসমাঈল (র),,, উম্মে 'আতিয়্যা (রা) থেকে বর্ণিত , তিনি বলেন ঃ নবী (সাঃ) ঈদের দিনে ঋতুবতী এবং পর্দানশীল মহিলাদের বের করে আনার নির্দেশ দিলেন । যাতে তারা মুসলমানদের জামা'আত ও দু'আয় শরীক হতে পারে । অবশ্য ঋতুবতী মহিলারা সালাতের স্থান থেকে দূরে থাকবে । এক মহিলা বললেন ঃ ইয়া রাসূলুল্লাহ ! আমাদের কারো কারো ওড়না নেই । তিনি বল্লেনঃ তার সাথীর উচিত তাকে নিজের ওড়না থেকে পরিয়ে দেওয়া ।
আবদুল্লাহ ইবন রাজা (র) সূত্রে উম্মে 'আতিয়্যা (রা) থেকে বর্ণিত , তিনি বললেনঃ আমি নবী (সা) কে এরূপ বলতে শুনেছি । [বুখারী শরীফ]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন