২৪৩ , পরিচ্ছেদঃ মহান আল্লাহার বাণীঃ আমি মানুষকে তার মাতা পিতার সাথে উত্তম ব্যবহার করার নির্দেশ দিয়েছি
হাদিস-৫৫৪৫ঃ আবুল ওয়ালিদ (র) , , , আব্দুল্লাহ (ইবন মাসঊদ) (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি নবী (সাঃ) কে জিজ্ঞাসা করলাম , আল্লাহর নিকট কোন আমল সবচেয়ে বেশী পছন্দনীয় ? তিনি বললেনঃ সময় মত সালাত আদায় করা। ( আব্দুল্লাহ) জিজ্ঞাসা করলেনঃ তারপর কোনটি ? তিনি বল্লেনঃ পিতা মাতার সঙ্গে উত্তম ব্যবহার করা। আব্দুল্লাহ জিজ্ঞাসা করলেন তারপর কোনটি? তিনি বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করা। আব্দুল্লাহ বললেন ঃ নবী (সা) এগুলো সম্পর্কে আমাকে বলেছেন । আমি যদি তাকে আরো বেশি প্রশ্ন করতাম , তিনি আমাকে অধিক জানাতেন।
[বুখারী শরীফ]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন