ঈমানের স্বাদ পাওয়া যাবে কি করলে? এবং ঈমানের অংশ এমন কিছু বিষয় নিয়ে জানতে পোস্ট টি পুরো পড়েন। - ইসলাম আমাদের ধর্ম

সোমবার, ২৩ মার্চ, ২০২০

ঈমানের স্বাদ পাওয়া যাবে কি করলে? এবং ঈমানের অংশ এমন কিছু বিষয় নিয়ে জানতে পোস্ট টি পুরো পড়েন।

আমরা মুসলমান আমরা সবাই আল্লাহ তাআলার দেখানো পথে চলতে চাই কিন্তু পারিনা । কারন আমাদের ঈমান দুর্বল । আর ঈমান দুর্বল হওয়ার প্রধান কারন হল আমরা ঈমানের স্বাদ পাইনি। তাই কি করলে আমরা ঈমানের স্বাদ পেতে পারি সে বিষয়ে সম্পর্কে নিম্নে দেওয়া হল। এছারাও নিম্নে রয়েছে ঈমানের কিছু গুরুত্ব পূর্ণ অংশ।

ঈমানের স্বাদ ঃ

 মুহাম্মদ ইবনুল মুসান্না (র) ,,, , , আনাস (রা) থেকে বর্ণিত নবী করীম (সা) ইরশাদ করেন ঃ তিনটি গুন যার মধ্যে থাকে , সে ঈমানের স্বাদ পায় ঃ ১। আল্লাহ ও তার রাসূল তার কাছে অন্য সব কিছু থেকে প্রিয় হওয়া; ২। কাউকে খালিস আল্লাহর জন্যই মুহব্বত করা; ৩। কুফরীতে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মত অপছন্দ করা। 

নিজের জন্য যা পছন্দনীয় , ভাইয়ের জন্যও তা পছন্দ করা ঈমানের অংশ ঃ


মুসাদ্দাদ (র) ও হুসাইন আল মু'আল্লিম (র) ,,, আনাস (রা ) থেকে বর্ণিত , নবী করীম (সাঃ) ইরশাদ করেন ঃ তোমাদের কেউ প্রকৃতি মু'মিন হবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তা পছন্দ করবে, যা নিজের জন্য পছন্দ করে।

রাসূলুল্লাহ (সাঃ) কে ভালবাসা ঈমানের অংশ ঃ


আবুল ইয়ামান (র) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত , রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন ঃ সেই পবিত্র সত্তার কসম , যার হাতে আমার প্রাণ। তোমাদের কেউ প্রকৃত মু'মিন হতে পারবে না , যতক্ষণ না আমি তার কাছে তার পিতা ও সন্তানের চেয়ে বেশী প্রিয় হই।


ইয়া'কূব ইবন ইব্রাহীম ও আদম (র),,,, আনাস (রা) থেকে বর্ণিত , রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন ঃ 


তোমাদের কেউ মু'মিন হতে পারবে না , যতক্ষণ না আমি তার কাছে তার পিতা , তার সন্তান ও সব মানুষের চেয়ে বেশী প্রিয় হই।

উক্ত বিষয় গুলো আমরা অবশ্যই পালন করব।

নতুন নতুন তথ্য পেতে আমদের ওয়েবসাইট টি হোম পেজ এ উপরে ফোলো বাটনে ক্লিক করুন এবং আপনাদের মতামত আমাদের কমেন্টের মাধ্যেমে জানান। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন