ঈমানের স্বাদ ঃ
মুহাম্মদ ইবনুল মুসান্না (র) ,,, , , আনাস (রা) থেকে বর্ণিত নবী করীম (সা) ইরশাদ করেন ঃ তিনটি গুন যার মধ্যে থাকে , সে ঈমানের স্বাদ পায় ঃ ১। আল্লাহ ও তার রাসূল তার কাছে অন্য সব কিছু থেকে প্রিয় হওয়া; ২। কাউকে খালিস আল্লাহর জন্যই মুহব্বত করা; ৩। কুফরীতে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মত অপছন্দ করা।
নিজের জন্য যা পছন্দনীয় , ভাইয়ের জন্যও তা পছন্দ করা ঈমানের অংশ ঃ
রাসূলুল্লাহ (সাঃ) কে ভালবাসা ঈমানের অংশ ঃ
আবুল ইয়ামান (র) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত , রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন ঃ সেই পবিত্র সত্তার কসম , যার হাতে আমার প্রাণ। তোমাদের কেউ প্রকৃত মু'মিন হতে পারবে না , যতক্ষণ না আমি তার কাছে তার পিতা ও সন্তানের চেয়ে বেশী প্রিয় হই।
ইয়া'কূব ইবন ইব্রাহীম ও আদম (র),,,, আনাস (রা) থেকে বর্ণিত , রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন ঃ
তোমাদের কেউ মু'মিন হতে পারবে না , যতক্ষণ না আমি তার কাছে তার পিতা , তার সন্তান ও সব মানুষের চেয়ে বেশী প্রিয় হই।
উক্ত বিষয় গুলো আমরা অবশ্যই পালন করব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন