শিরক , চুরি , যিনা, নাফরমানী এবং ঈমানের লক্ষণ সম্পর্কে জানতে পোষ্ট টি সম্পূর্ণ পড়ুন। - ইসলাম আমাদের ধর্ম

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০

শিরক , চুরি , যিনা, নাফরমানী এবং ঈমানের লক্ষণ সম্পর্কে জানতে পোষ্ট টি সম্পূর্ণ পড়ুন।

১/ হযরত মুহাম্মাদ (সাঃ)  আমাদের চলার পথে অনেক কিছু করতে নিষেদ করেছেন

এ নিয়ে বুখারী শরীফে রয়েছে ঃ আবুল ইয়ামান (র) আয়িনুল্লাহ ইবন আব্দুল্লাহ (র) বলেন , বদর যুদ্ধে অংশ গ্রহন কারী ও লায়লাতুল আকাবার একজন নকীব উবাদা ইবনুস সামিত (রা) বর্ণনা করেন , রাসূলুল্লাহ (সাঃ) এর পার্শ্বে একজন সাহাবীর উপস্থিতিতে তিনি ইরশাদ করেন ঃ তোমরা আমার কাছে এই মর্মে বায়'আত গ্রহন কর যে, আল্লাহ তাআলার সঙ্গে কিছু শরীক করবেনা, চুরি করবেনা, যিনা করবেনা, তোমাদের সন্তান দের হত্যা করবে না, কাউকে মিথ্যা অপবাদ দেবে না এবং নেক কাজে নাফরমানী করবে না। তোমাদের মধ্যে যে তা পূরন করবে ,তার বিনিময় আল্লাহর কাছে । আর কেউ এর কোন একটি তে লিপ্ত হয়ে পড়লে এবং দুনিয়া তে তার শাস্তি পেয়ে গেলে, তবে তা হবে তার জন্য কাফফারা । আর কেউ এর কোন একটি তে লিপ্ত হয়ে পড়লে এবং আল্লাহ তা অপ্রকাশিত রাখলে , তবে তা আল্লাহর ইচ্ছাধীন । তিনি যদি চান , তাকে মাফ করে দিবেন, আর যদি না চান , তাকে শাস্তি দিবেন। আমরা এর অপর বায়'আত গ্রহন করলাম ।

 অতঃএব আমরা আল্লাহ তাআলার সাথে কখনও কোন কিছু তুলনা করব না। চুরি করব না, কখনো যিনায় লিপ্ত হব না। কাওকে হত্যা করা করব না । কাওকে মিথ্যা অপবাদ দেব না। আর নেক কাজে নাফর মানী করবনা। আল্লাহ তাআলা আমদের এসকল খারাপ কাজ থেকে বিরত থাকার তৌফীক দান করুক। 

২/ ঈমানের লক্ষণ ঃ আনসার কে ভালবাসা ঈমানের লক্ষণ
 


এ বিষয় নিয়ে বুখারী শরিফে রয়েছে ঃ- আবুল ওয়ালিদ ইবনে মালিক (রা) থেকে বর্ণিত হয়েছে , নবী করীম (সাঃ) ইরশাদ করেন যে, ঈমানের চিহ্ন হল আনাসার কে ভালবাসা এবং মুনাফিকির চিহ্ন হল আনসারের প্রতি বিদ্বেষ পোষণ করা।

এ থেকে আমরা শিখতে পারি, আমাদের কে সবসময় আনসার কে ভালবাস তে হবে ।


এবং নতুন নতুন তথ্য পেতে আমদের ওয়েবসাইট টি হোম পেজ এ উপরে ফোলো বাটনে ক্লিক করুন এবং আপনাদের মতামত আমাদের কমেন্টের মাধ্যেমে জানান।  



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন