সূরা ফালাক্ব এর বাংলা অনুবাদ ঃ
১, বল, 'আমি স্বরণ নিচ্ছি উষার স্রষ্টার ।২, তার সৃষ্টির অনিষ্ট হতে ।
৩, অনিষ্ট হতে রাত্রের, যখন তা গভীর অন্ধকারে আচ্ছন্ন হয় ।
৪,এবং ঐ সব নারীদের থেকে , যারা গ্রন্থিতে ফু দিয়ে যাদু করে।
৫, এবং অনিষ্ট হতে হিংসুকের যখন সে হিংসা করে।
সুরা ফালাক্ব এর ফযীলত ঃ https://alorpothislam1.blogspot.com/2020/03/surah-nas-with-bangla-translation-bd.html
সূরা ইখলাস এর বাংলা অনুবাদঃ
১, বল,'তিনি আল্লাহ একক,২, আল্লাহ অমুখাপেক্ষী;
৩, তিনি কাউকে জন্ম দেন নাই এবং তাকেও জন্ম দেওয়া হয় নাই
৪, এবং তাঁর সমতুল্য কেউই নেই।
সূরা ইখলাস এর ফযীলত ঃ
১,হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন, সূরা ইখলাস তিনবার পাঠ করলে সম্পূর্ণ কোরআন শরীফ খতম করার সাওয়াব বা পুন্য লাভ করা যায় । সকাল ও সন্ধ্যায় বিসমিল্লাহ সহ সূরা ইখলাস নিয়মিত সাত বার করে পাঠ করলে শেরেকের গুনাহ হতে বেঁচে থাকতে পারবে। এবং ঈমানের যাবতিয় দুর্বলতা দূর হবে । যাবতীয় বিপদাপদ হতে নিরাপদে থাকতে পারবে। সূরা ইখলাসে মহান আল্লাহ তাআলার একত্ববাদ ও সীমাহীন শক্তির ঘোষনা এবং শেরেক বা অংশীবাদিতা বাতিল করা হয়েছে। এই কারণেই সূরা ইখলাস ফযীলত অপরিসীম।২, পূর্ণ পবিত্রতার সাথে বিসমিল্লাহ সহ সূরা ইখলাস ৩১৩ বার লিখে প্রবাহিত নদী বা কুপে ফেলে দিবে। ইনশাআল্লাহ মনের আশা পুরণ হবে।
৩, যদি কোন কয়েদী ব্যাক্তি কয়েদ অবস্থায় এ সূরাটি গভীর একাগ্রতার সাথে এক হাজার বার পাঠ করে তাহলে সে অচিরেই মুক্তি লাভ করবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন