সূরা নাস এর বাংলা অনুবাদঃ
১,বল, 'আমি শরন লইতেছি মানুষের প্রতিপালকের,২,মানুষের অধিপতির,
৩,মানুষের ইলাহের নিকট
৪,আত্নগোপনকারী কূমন্ত্রণাদাতার অনিষ্ট হইতে'
৫,'যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে,
৬,'জিনের মধ্য হইতে এবং মানুষের মধ্য হইতে।'
সূরা ফালাক দেখতেঃhttps://alorpothislam1.blogspot.com/2020/03/sura-al-ikhlas-surah-al-falaq-bangla.html
সূরা নাস ও ফালাক এর ফযীলত
১, অত্র সূরা দুটি ফযীলত সম্পর্কে হযরত মুহাম্মদ (সাঃ) এর অনেক হাদিস রয়েছে। এর মধ্যে এক হাদিসে রাসূল (সাঃ) ইরশাদ করেন , যে ব্যাক্তি এ সূরা দ্বয় পাঠ করবে , তার আমল নামায় বিশ বছরের মকবুল ইবাদতের সাওয়াব লিখে দিবেন। এছাড়া উক্ত সূরা পাঠকারীকে সকল ছিদ্দীক ও মুমিন বান্দাগণের সমতুল্য সাওয়াব দান করবেন।২, রাসূল (সাঃ) বলেন, যে ব্যাক্তি দৃঢ় তার সাথে এ সূরা দ্বয় পাঠ করবে, তার আমলনামায় সমস্ত কোরআন শরীফ খতমের সাওয়াব লেখা হবে।
৩, যে ব্যাক্তি রাত্রে শোয়ার পূর্বে ও ফযরের নামাযের বাদে এ সূরা দ্বয় পাঠ করে সমস্ত শরীর মুছে ফেলবে তাকে কেহ যাদু টোনা দ্বারা ক্ষতি করতে পারবে না।
৪, কারো উপর জ্বীন পরীর আছর হলে অত্র সূরাদুটি এগারবার পড়ে পানিতে ফুক দিয়ে ঐ পানি রোগীর শরীরে ছিটিয়ে দিয়ে এবং তিন ঢোক পানি তাকে খাওয়ায়ে দিলে রোগী জ্বীন পরীর আছর হতে মুক্ত হবে।
৫, কাউকে কেউ যাদু করলে ও যাদুতে আক্রান্ত হলে এ সুরা দ্বয় সাতবার পাঠ করে পানিতে দম করে উহা ঐ রোগীকে পান করালে এবং কিছূ তার চেহারায় ছিটিয়ে দিলে আল্লাহ তাআলার ইচ্ছায় তার যাদু সাথে সাথে নষ্ট হয়ে আরোগ্য লাভ করবে।
৬, শত্রুর শত্রুতায় ভয় , মনে ভীতি এবং আতঙ্ক উপস্থিত হলে প্রতিদিন তিন বার করে একাটি নির্দিষ্ট সময়ে পাঠ করলে শত্রু তার শ্ত্রুতা হতে বিরত থাকবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন