উত্তম ব্যবহার পাওয়ার কে বেশী হকদার?<পরিচ্ছেদঃ২৪৩৪,হাদিস-৫৫৪৬[বুখারী শরীফ]> - ইসলাম আমাদের ধর্ম

শনিবার, ১১ জুলাই, ২০২০

উত্তম ব্যবহার পাওয়ার কে বেশী হকদার?<পরিচ্ছেদঃ২৪৩৪,হাদিস-৫৫৪৬[বুখারী শরীফ]>


২৪৩৪ ,পরিচ্ছেদঃ উত্তম ব্যবহার পাওয়ার কে বেশী হকদার?

হাদিস-৫৫৪৬ঃ  

কুতায়বা ইব্‌ন সা'ঈদ (র), , , আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন , এক লোক রাসূলুল্লাহ (সাঃ) - এর নিকট এসে জিজ্ঞাসা করলোঃ ইয়া রাসূলুল্লাহ! আমার কাছে কে উত্তম ব্যবহার পাওয়ার বেশী হকদার? তিনি বললেনঃ তোমার মা। লোকটি বলল ঃ তারপর কে? রাসূলুল্লাহ(সাঃ) বললেন ঃ তোমার মা।  সে বলল ঃ তারপর কে? তিনি বললেন তোমার মা। সে বলল ঃ তারপর কে? তিনি বললেন ঃ তোমার বাবা। ইব্‌ন শুব্রুমা বলেন, ইয়াহ্‌ইয়া ইব্‌ন আইউব আবূ যুর'আ (রা) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। [বুখারী শরীফ] 

ইসলামিক তথ্য পেতে আমদের ওয়েবসাইট টি হোম পেজ এ উপরে ফোলো বাটনে ক্লিক করুন এবং আপনাদের মতামত আমাদের কমেন্টের মাধ্যেমে জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন