২৪৩ পরিচ্ছেদঃ সালাত আদায়ের সময় কাপড় পরার প্রয়োজনীয়তা -
আল্লাহ তা'আলা ইরশাদ করেন- তোমরা প্রত্যেকে সালাতের সময় সুন্দর পরিচ্ছদ পরিধান করবে (৭ঃ৩১) । এক বস্ত্র শরীফ জড়িয়ে সালাত আদায় করা । সালামা ইবনুল আকওয়া (রা) থেকে বর্ণিত যে, নবী (সাঃ) বলেছেন , তোমরা জামায় বোতাম লাগিয়ে নাও এমন কি কাঁটা দিয়ে হলেও । এই হাদীসের সনদ সম্পর্কে কথা আছে । যে কাপড় পরে স্ত্রী সহবাস করা হয়েছে তাতে কোন নাপাকি দেখা না গেলে তা পরিধান করে সালাত আদায় করা যায় । আর নবী (সাঃ) নির্দেশ দিয়েছেন যে, উলঙ্গ অবস্থায় যেন কেউ বায়তুল্লাহর তাওয়াফ না করে । [বুখারী শরীফ]পরবর্তী হাদিস- https://alorpothislam1.blogspot.com/2020/07/blog-post_8.html
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন