৯৬ পরিচ্ছেদঃ উযূর বর্ণনা -
আল্লাহ তা'আলার বাণী ঃ '(হে মু'মিনগণ!) যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হবে তখন তোমরা তোমাদের মুখমন্ডল ও হাত কনুই পর্যন্ত ধুবে ও তোমাদের মাথায় মসেহ করবে এবং পা গিরা পর্যন্ত ধুয়ে নেবে। '(৫ঃ৬)আবূ 'আব্দুল্লাহ বুখারী (র) বলেন , নবী (সাঃ) বর্ণনা করেছেন ঃ উযূর ফরয হল এক-একবার করে ধোয়া । দু,-- দু'বার করে ধোয়া এবং তিন--তিনবার করে করেও উযূ করেছেন, কিন্তু তিনবারের বেশী ধৌত করেননি । পানির অপচয় করা এবং নবী (সাঃ) এর আমলের সীমা অতিক্রম করাকে উলামায়ে কিরাম মাকরূহ বলেছেন। [বুখারী শরীফ ]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন