মহানবী (সাঃ) এর আগমনের পূর্বে প্রকাশিত বরকত সমূহ - ইসলাম আমাদের ধর্ম

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০

মহানবী (সাঃ) এর আগমনের পূর্বে প্রকাশিত বরকত সমূহ

মহানবী (সাঃ) এর আগমনের পূর্বে প্রকাশিত বরকত সমূহ 


যে ভাবে সূর্যোদয়ের পূর্বে সুবেহ সাদিকের বিশ্বব্যাপী আলো ও প্রান্তের লালিমা পৃথিবীকে সূর্যোদয়ের সুসংবাদ দেয় , ঠিক সেভাবে নবুওতের সূর্য মহানবী (সাঃ) এর উদয় হবার সময় যখন ঘনিয়ে এলো ,তখন পৃথিবীর চারপার্শ্বে এমন অনেক ঘটনা সমূহ প্রকাশ পেতে লাগলো, যা মহানবী (সাঃ) এর আগমনের বার্তা বহন করেছিল।

হাদিস তত্ত্ববীদ ও ঐতিহাসিকদের পরিভাষায় এগুলোকে ইরহাসাত বা ভিত্তিসমূহ বলা হয়। (সেহেতু এ ধরণের অলৌকিক বিষয় গুলি  নবুওতের পূর্বাভাস ও লক্ষণ বিশেষ ,তাই এ সকল বিষয়গুলোকে ইরহাসাত বা ভিত্তি সমূহ বলা হয়)। 

মহানবী (সাঃ) এর সম্মানিতা মাতা বিবি আমিনা থেকে বর্ণিত আছে যে , মহানবী (সাঃ) যখন যার মাতার গর্ভে স্থিতিশীল হলেন , স্বপ্ন যোগে তাকে সুসংবাদ দেওয়া হলো যে, 'যে সন্তানটি তোমার গর্ভে রয়েছে তিনি উম্মতের দলপতি। তিনি যখন ভূমিষ্ঠ হবেন তখন তুমি এই দোয়া করো : আমি তাকে এক আল্লাহর আশ্রয়ে অর্পণ করলাম এবং তার নাম রেখো মুহাম্মদ (সাঃ)'
                                                                                                              -(সীরাতে ইবনে হিশাম দ্রঃ )

বিবি আমিনা আরো বর্ণনা করেন ,আমি কোনো মহিলা কে মহানবী (সাঃ) থেকে বেশি হালকা পাতলা ও সহজ  গর্ভ ধারণ করতে দেখিনি। অর্থাৎ গর্ভওবস্থায় সাধারণ মহিলাদের যে বমি বমি ভাব বা অলসতা ইত্যাদি হয়ে থাকে এসব কিছুই আমার হয়নি।' এছাড়া আরো বহু ঘটনা হয়েছে , এই সংক্ষিপ্ত লেখায় এগুলো একসাথে বর্ণনা করার সুযোগ নেই।  



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন