মহানবী (সাঃ) এর আগমনের পূর্বে প্রকাশিত বরকত সমূহ
হাদিস তত্ত্ববীদ ও ঐতিহাসিকদের পরিভাষায় এগুলোকে ইরহাসাত বা ভিত্তিসমূহ বলা হয়। (সেহেতু এ ধরণের অলৌকিক বিষয় গুলি নবুওতের পূর্বাভাস ও লক্ষণ বিশেষ ,তাই এ সকল বিষয়গুলোকে ইরহাসাত বা ভিত্তি সমূহ বলা হয়)।
মহানবী (সাঃ) এর সম্মানিতা মাতা বিবি আমিনা থেকে বর্ণিত আছে যে , মহানবী (সাঃ) যখন যার মাতার গর্ভে স্থিতিশীল হলেন , স্বপ্ন যোগে তাকে সুসংবাদ দেওয়া হলো যে, 'যে সন্তানটি তোমার গর্ভে রয়েছে তিনি উম্মতের দলপতি। তিনি যখন ভূমিষ্ঠ হবেন তখন তুমি এই দোয়া করো : আমি তাকে এক আল্লাহর আশ্রয়ে অর্পণ করলাম এবং তার নাম রেখো মুহাম্মদ (সাঃ)'
-(সীরাতে ইবনে হিশাম দ্রঃ )
বিবি আমিনা আরো বর্ণনা করেন ,আমি কোনো মহিলা কে মহানবী (সাঃ) থেকে বেশি হালকা পাতলা ও সহজ গর্ভ ধারণ করতে দেখিনি। অর্থাৎ গর্ভওবস্থায় সাধারণ মহিলাদের যে বমি বমি ভাব বা অলসতা ইত্যাদি হয়ে থাকে এসব কিছুই আমার হয়নি।' এছাড়া আরো বহু ঘটনা হয়েছে , এই সংক্ষিপ্ত লেখায় এগুলো একসাথে বর্ণনা করার সুযোগ নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন