ইস্তিজার সুন্নাত সমুহ
১, মাথা ঢেকে রাখা । (বাইহাকী শরীফ , হাদিস নং-৪৫৬)২, জুতা - স্যান্ডেল পরিধান করে যাওয়া। (তাবাকাতে ইবনে সাআদ ,১৮৫/কানযুল উম্মাল ,হাদিস নং-১৭৮৭২)
৩, পায়খানায় প্রবেশের পূর্বে এই দুআ পরা "বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবায়িস" -(মুসান্নাফে ইবনে আবী শাইবাহ, হাদিস নং-৫০)
৪, দুয়া পড়ার পর আগে বাম পা ঢুকানো ।( আবু দাউদ,হাদিস নং-৩২)
৫,কিবলার দিকে মুখ বা পিঠ দিয়ে না বসা।( বুখারি শারিফ , হাদিস নং-১৪৪)
৬, যথাসম্ভব বসার নিকটবর্তী হয়ে ছতর খোলা এবং বসা অবস্থায় পেশাব ও পায়খানা করা , দাড়িয়ে পেশাব না করা ।( নাসায়ি শারিফ ,হাদিস নং-২৯/ তিরমিযি শারিফ, হাদিস নং-১৪)
৭, পেশাব ও নাপাক পানির ছিটা হতে অত্যন্ত সতর্কতার সাথে বেঁচে থাকা।(বুখারি শারিফ, হাদিস নং - ২১৮)
৮, পানি খরচ করার পূর্বে ঢিলা কুলুখ ( বা টয়েলেট পেপার) ব্যবহার করা ।(বাইহাকি , হাদিস নং-৫১৭)
৯,ঢিলা অ পানি খরচ করার সময় বাম হাত ব্যবহার করা ।(বুখারি শারিফ ,হাদিস নং- ১৫৪)
১০, পেশাবের ফোঁটা আসা বন্ধ হওয়ার জন্য আড়ালে সামান্য চলাফেরা করা।( ইবনে মাজাহ শারিফ, হাদিস নং-৩২৬)
১১, যেখানে পেশাব ও পায়খানার জন্য নির্ধারিত কোন জায়গা নেই , সেখানে এমন ভাবে বসা যেন ছতর নজরে না পড়ে।( আবু দাউদ ,হাদিস নং-২)
১২, পেশাবের জন্য নরম বা এমন স্থান তালাশ করা যেখান থেকে পেশাবের ছিটা শরীরে বা কাপড়ে না লাগে ।( আবু দাউদ ,হাদিস নং-৩)
১৩,ঢিলা কুলুখ ব্যবহারের পর পানি ব্যবহার করা।( সহীহ ইবনে খুযাইমা ,হাদিস নং-৮৩)
১৪,ডান পা দিয়ে বের হওয়া। (আবু দাউদ ,হাদিস নং-৩২)
১৫, বাইরে এসে এই দুয়া পড়া "গুফরানাকা আল হামদু লিল্লাহিল্লাযি আযহাবা আননিল আযা ওয়া আফানী।"(আবু দাউদ হাদিস নং-৩০/ ইবনে মাজাহ ,হাদিস নং-৩০১)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন