প্রকৃত মুসলিম সেই , যার জিহবা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে ।
আদম ইবন আবু ইয়াস (র), আব্দুল্লাহ ইবন আমর (রা) থেকে বর্ণিত , রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন , প্রকৃত মুসলিম সেই , যার জিহবা ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে এবং প্রকৃত মুহাজির সেই , যে আল্লহ তাআলার নিষিদ্ধ কাজ ত্যগ করে । আবু আব্দুল্লাহ (র) বলেন, আবূ ম'আবিয়া (র) বলেছেন, আমার কাছে দাঊদ ইবন আবূ হিন্দ (র) আমির (র) সূত্রে বর্ণনা করেছেন; তিনি বলেছেন যে, আমি আব্দুল্লাহ ইবন আমর (রা) কে রাসূলুল্লাহ (সাঃ) থেকে হাদীস বর্ণনা করতে শুনেছি আব্দুল আ'লা (র) দাঊদ (র) থেকে , দাঊদ (র) আমির (র) থেকে, আমির (র) আব্দুল্লাহ (রা) থেকে তিনি নবী (সাঃ) থেকে, হাদিস বর্ণনা করেছেন।
ইসলামে কোন কাজ টি উত্তম ঃ
সা'ঈদ ইবন ইয়াহইয়া ইবন সা'ঈদ আল উমাবী আল কুরাশী (র) ,,, আবূ মূসা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন , সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন , ইয়া রাসূলাল্লাহ! ইসলামে কোন কাজটি উত্তম ? তিনি বল্লেনঃ যার জিহবা ও হাত থেকে মুসলিমগন নিরাপদ থাকে।
খাবার খাওয়ানো ইসলামী গুন ঃ
আমর ইবন খালিদ (র) ,,,, আব্দুল্লাহ ইবন আমর (রা) থেকে বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (সাঃ) -কে জিজ্ঞাসা করল, ইসলামের কোন কাজ টি উত্তম? তিনি বললেন , তুমি খাবার খাওয়াবে ও পরিচিত অপরিচিত সবাইকে সালাম করবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন