১৭৭০- কুতায়বা ইবন সাঈদ (র) ,, তালহা ইবন উবায়দুল্লাহ (রা) থেকে বর্ণিত যে, এলোমেলো চুলসহ একজন গ্রাম্য আরব রাসূলুল্লাহ (সাঃ) এর নিকট এলেন । তারপর বললেন , ইয়া রাসূলুল্লাহ ! আমাকে বলুন , আল্লাহ তা'আলা আমার উপর কত সালাত ফরয করেছেন ? তিনি বললেন ঃ ৫ ওয়াক্ত সালাত ; তবে তুমি যদি কিছু নফল আদায় কর তা স্বতন্ত্র কথা । এরপর তিনি বললেন , বলুন, আমার উপর কত সিয়াম আল্লাহ তা'আলা ফরয করেছেন ? রাসূলুল্লাহ (সাঃ) বলেন ঃ রমজান মাসের সাওম ; তবে তুমি যদি কিছু নফল সিয়াম আদায় কর তা হল স্বতন্ত্র কথা । এরপর তিনি বললেন , বলুন, আল্লাহ আমার উপর কি পরিমান যাকাত ফরয করেছেন ? রাবী বলেন , রাসূলুল্লাহ (সাঃ) তাকে ইসলামের বিধান জানিয়ে দিলেন । এরপর তিনি বললেন , ঐ সত্তার কসম , যিনি আপনাকে সত্য দিয়ে সম্মানিত করেছেন , আল্লাহ আমার উপর যা ফরয করেছেন , আমি এর মাঝে কিছু বাড়াব না এবং কমাবও না । রাসূলুল্লাহ (সা:) বললেন ঃ সে সত্য বলে থাকলে সফলতা লাভ করল কিংবা বলেছেন , সে সত্য বলে থাকলে জান্নাত লাভ করল । [বুখারী শরীফ ]
পরবর্তী হাদিস এর লিঙ্ক-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন