রমযানে সাওম ফরয হওয়া প্রসঙ্গে <হাদিস-১৭৭১ [বুখারী শরীফ ] > - ইসলাম আমাদের ধর্ম

সোমবার, ৬ জুলাই, ২০২০

রমযানে সাওম ফরয হওয়া প্রসঙ্গে <হাদিস-১৭৭১ [বুখারী শরীফ ] >


১৭৭১-  মুসাদ্দাদ (র) ,,, ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত , তিনি বলেন , নবী(সাঃ) আশূরার দিন সিয়াম পালন করেছেন এবং এ সিয়ামের জন্য আদেশও করেছেন । পরে যখন রমযানে সিয়াম ফরয হল তখন তা ছেড়ে দেওয়া হয় । আব্দুল্লাহ (র) এ সিয়াম পালন করতেননা , তবে মাসের যে দিনগুলুতে সাধারন সিয়াম পালন করতেন , তার সাথে মিল হলে করতেন ।  [বুখারী শরীফ ] 

নতুন নতুন তথ্য পেতে আমদের ওয়েবসাইট টি হোম পেজ এ উপরে ফোলো বাটনে ক্লিক করুন এবং আপনাদের মতামত আমাদের কমেন্টের মাধ্যেমে জানান।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন