রাসুলুল্লাহ (সাঃ) এর বাণী ঃ ইসলামের ভিত্তি ৫ টি,
যাতে তারা তাদের ঈমানের সাথে ঈমান দৃঢ় করে নেয়।(৪৮ঃ৪)। আমরা তাদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম (১৮ঃ১৩)। এবং যারা সৎ পথে চলে আল্লাহ তাদের অধিক হিদায়ত দান করেন(১৯ঃ৭৬)। এবং যারা সৎ পথ অবলম্বন করেন আল্লাহ তাদের হিদায়ত বাড়িয়ে দেন এবং তাদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দেন। (৪৭ঃ১৭),যাতে মুমিনদের ঈমান বেড়ে যায় (৭৪ঃ৩১)। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন , এটা তোমাদের মধ্যে কার ঈমান বাড়িয়ে দিল? যারা মুমিন এ তো তাদের ঈমান বাড়িয়ে দেয়(৯ঃ১২৪) এবং তার বাণী অর্থ "সুতরাং তোমরা তাদের ভয় কর ; আর এটা তাদের ঈমান বাড়িয়ে দিয়েছিল " (৩ঃ২৭৩) অর্থ " আর এতে তাদের ঈমান ও আনুগত্যই বাড়লো "।(৩৩ঃ২২)। আর আল্লাহর জন্য ভালবাসা ও আল্লাহর জন্য ঘৃণা করা ঈমানের অংশ।
উমর ইবনে আবদুল আযীয (র) আদী ইবন আদী (র)-র কাছে এক পত্রে লিখেছিলেন ,"ঈমানের কতকগু্লো ফরয, কতকগুলো হুকুম - আহকাম ,বিধি -নিষেদ এবং সুন্নাত রয়েছে । যে এইগুলো পূর্ণ ভাবে আদায় করে তার ঈমান পূর্ণ হয় ।আর যে এইগুলো পূর্ণ ভাবে আদায় করে না , তার ঈমান পূর্ণ হয় না । আমি যদি বেঁচে থাকি তবে অচিরেই এগুলো তোমাদের কাছে বর্ণনা করব , যাতে তোমরা তার উপর আমল করতে পারো । আর যদি আমার মৃত্যু হয় তাহলে যেনে রাখ, তোমাদের সাহচার্যে থাকার জন্য আমি লালায়িত নই।"
ইব্রাহিম (আ) বলেন অর্থ "তবে এতো কেবল চিত্ত প্রশাস্তির জন্য"(২ঃ২৬০)।মু"আয (রাঃ) বলেন , " এসো আমাদের সঙ্গে বস, কিছুক্ষণ ঈমানের আলোচনা করি"। ইবন মাসউদ (রাঃ) বলেন ,"ইয়াকীন হল পূর্ণ ঈমান"। ইবন "উমর (রাঃ) বলেন,"বান্দা প্রকৃত তাকওয়ায় পৌঁছাতে পারেনা ,যতক্ষণ পর্যন্ত সে , মনে যে বিষয়ে খটকা জাগে, তা ত্যাগ না করে"। মুজাহিদ (রাঃ) এ আয়াতের ব্যাখায় বলেন অর্থ " হে মুহাম্মদ আমি আপনাকে এবং নুহকে একই দীনের নির্দেশ দিয়েছি। ইবন আব্বাস (রাঃ) বলেন, অর্থ " পথ ও পন্থা -এবং তোমাদের দু'আ অর্থাৎ তোমাদের ঈমান।
উবায়দুল্লাহ ইবন মুসা (রা) ... ইবন ' উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন ,রাসুলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন, ইস্লামের ভিত্তি ৫টি । ১, আল্লাহ ছাড়া ইলাহ নেই এবং নিশ্চয়ই মুহাম্মাদ (সাঃ) আল্লাহর রাসুল এ কথার সাক্ষ্য দেওয়া। ২, সালাত কায়েম করা। ৩, যাকাত দেওয়া। ৪, হজ্জ করা এবং ৫, রমজান এর সিয়াম পালন করা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন