ঈমানের বিষয় সমূহ -
আল্লাহ তাআলার বাণীঃ "পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফিরানোতে কোন কল্যাণ নেই, কিন্তু কল্যাণ আছে কেউ আল্লাহ তাআলার উপর ঈমান আনলে , আখিরাত,ফিরিশতা-গণ, কিতাবসমুহ ও নবীগণের উপর ঈমান আনলে এবং আল্লাহর মুহব্বতে আত্মীয়- স্বজন , ইয়াতিম-অভাবগ্রস্ত, মুসাফির, সাহায্যপ্রার্থীদের এবং দাসত্ব মোচনের জন্য সম্পদ দান করলে ,সালাত কায়েম করলে ও যাকাত দিলে এবং ওয়দা দিয়ে তা পূরণ করলে, অর্থসংকটে , দুঃখ- কষ্টে ও যুদ্ধকালে ধৈর্য ধারণ করলে। তারাই সত্য পরায়ণ ও তারাই মুত্তাকী।(২ঃ১৭৭)
"অবশ্যই সফলকাম হয়েছে মুমিনগন , যারা বিনয় - নম্র নিজিদের সালাতে"(২৩ঃ১-২)
আব্দুল্লাহ ইবন মুহাম্মদ জু'ফী (র)... আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত , নবী করীম (সাঃ) ইরশাদ করেন, ঈমানের শাখা রয়েছে ষাটের কিছু বেশী। আর লজ্জা ঈমানের একটি শাখা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন